লাউঞ্জ রুম বা ডাইনিং বা বসার ঘরের জায়গায় আলোর সবচেয়ে ভালো উৎস হলো ঝাড়বাতি। বসার ঘরের আকর্ষণের কেন্দ্র হতে পারে ঝাড়বাতি। একটি সুন্দর ঝাড়বাতি আপনার বসার ঘরকে আলোকিত করার পাশাপাশি ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। তবে খেয়াল রাখবেন, ঝাড়বাতি ভালো লাগে বসার ঘরটি বড় হলে।